ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানালেন এনজো ফার্নান্দেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ২৬ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:৩৯, ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঘরের মাঠ মনুমেন্তালে নামার আগেই সুখবর পেয়েছে আর্জেন্টিনা দল। ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত, যেটা কি না আবার নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে দ্রুততমও। এমন খবরে মনটা কার না ফুরফুরে হবে! চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাই বুঝি একটু নির্মম মজা করার সাধ হয়েছিল আর্জেন্টিনার। ঘরের মাঠ মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিন্দ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

আকাশী নীলদের এমন জয়ে বাঁধভাঙা আনন্দ-উল্লাস ভক্তেদের। আর যদি দলটি হয়  চিরপ্রতিন্দ্বন্দ্বী ব্রাজিল তাহলে সেই আনন্দ আরও বাড়িয়ে দেয়। তাইতো নাচে গানে মেতে ওঠেন প্লেয়াররাও।  আতশবাজির আলোয় উজ্বল হয়ে ওঠে মনুমেন্তাল।

আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের ভক্তরাও। বাংলাদেশের আর্জেন্টিনা প্রেম নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন করে আসছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। প্রতিটি ম্যাচেই দেশের নানা প্রান্তে দেখা গেছে আর্জেন্টিনার পতাকা, জার্সি আর উচ্ছ্বাস। বিশ্বকাপজয়ের পর আর্জেন্টাইন খেলোয়াড়রাও সেই ভালোবাসার জবাব দিচ্ছেন হৃদয় উজাড় করে।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এক আবেগঘন বার্তায় বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশ্বকাপে আর্জেন্টিনার বিজয়ের পর, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—"ধন্যবাদ বাংলাদেশ! অবিশ্বাস্য সমর্থন ও বার্তার জন্য কৃতজ্ঞ। এই বিজয় তোমাদেরও।

সেখানে পাশাপাশি ছিল আর্জেন্টিনা ও বাংলাদেশর পতাকা।

এঞ্জোর এই বার্তা প্রমাণ করে, আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার কথা জানেন এবং তাদের ভালোবাসার মর্যাদা দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ফুটবলপ্রেমীরা এই বার্তায় দারুণ সাড়া দিয়েছেন এবং আর্জেন্টিনার প্রতি নিজেদের ভালোবাসার কথা আরও একবার প্রকাশ করেছেন।

আর্জেন্টিনার দেওয়া ধন্যবাদ বার্তাটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশি সমর্থকরা এতে উচ্ছ্বসিত, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিক্রিয়ার বন্যা। কেউ বলছেন, "আমাদের ভালোবাসা ও সমর্থন কখনো শেষ হবে না!" আবার কেউ বলছেন, "এটাই সত্যিকারের ফুটবল বন্ধন!"

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বরাবরের মতো প্রমাণ করলেন, ভালোবাসার জন্য দূরত্ব কোনো বাধা নয়। আলবিসেলেস্তেদের হৃদয়ে লাল-সবুজের ভালোবাসা আরও একবার জায়গা করে নিলো।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি